বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বাংলাদেশে শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ ) ইলেকশন বোর্ড বুধবার ( ১০ ফেব্রুয়ারি ) খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে।
সেই অনুসারে মোট ভোটার সংখ্যা ২৬৮। এদের মধ্যে অর্ডিনারি ক্যাটেগরিতে ১৪৬ এবং এসোসিয়েট ক্যাটেগরিতে ১২২। লাইটারিং, স্টিভিডোরিং এবং পাইলটিং সংশ্লিষ্ট বহু শিপিং কোম্পানিও ভোটার।
বিগত নির্বাচনে ভোটার সংখ্যা ছিল এক শ’য়ের কম। এবারে অধিক সংখ্যক ভোটার নিবন্ধন হলেও বিপুল শিপিং এজেন্সি রয়ে গেছে এর বাইরে।
গত ২ ফেব্রুয়ারি ছিল নিবন্ধনের শেষদিন। দু’টি পক্ষ নিজেদের জয় নিশ্চিত করার জন্য প্রচুর ভোটার করেছে। একাধিক কোম্পানির প্রতিনিধি হিসেবে একই ব্যক্তি ভোটার হয়েছেন।
দু’টি পক্ষের বাইরে নিজস্ব উদ্যেগেও অনেক ভোটার হয়েছে। এদের ওপর নির্ভর করবে আগামী নির্বাচনে জয়-পরাজয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, খসড়া তালিকা নিয়ে কোন আপত্তি থাকলে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ইলেকশন আপিল বোর্ডের কাছে অভিযোগ করার সুযোগ রয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন হবে আগামী ৪ এপ্রিল।
প্রায় ১৭ বছর পর ২০১৯ সালের ১৬ এপ্রিল সরাসরি ভোটে অর্ডিনারি ক্যাটেগরিতে ১৬ জন এবং এসোসিয়েট ক্যাটেগরিতে ৮ পরিচালক নির্বাচিত হন। দু’বছর মেয়াদের কমিটির মেয়াদ শেষ হবে আগামী ২৮ এপ্রিল।