বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: আর মাত্র সপ্তাহ দুয়েক পর নির্বাচন বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ )’র। ইতঃমধ্যে আরও জমে ওঠেছে প্রচারণা। বড় বড় হাউজ এবং সেক্টরের ভোটকে হাতিয়ার করে জয়ের আশা করছে দু’গ্রুপ। আর তা টার্গেট করে প্রার্থী নির্ধারণ করা হয়েছে।
আগামী ৪ এপ্রিল অনুষ্ঠেয় এই নির্বাচনে অর্ডিনারি এবং এসোসিয়েট এই দু’টি ক্যাটেগরির ভোট। অর্ডিনারি ক্যাটেগরি থেকে ১৬ জন এবং এসোসিয়েট গ্রুপ থেকে ৮ জন পরিচালক নির্বাচিত হবেন। এদের যে কোন একজন চেয়ারম্যান নির্বাচিত হবেন ২৪ পরিচালকের ভোটে। আর অর্ডিনারি ক্যাটেগরি থেকে সিনিয়র ভাইস- চেয়ারম্যান এবং এসোসিয়েট থেকে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হবেন।
বিগত নির্বাচনে অর্ডিনারি ক্যাটেগরির ১৬ পরিচালক নির্বাচিত হন শাহেদ সরওয়ার নেতৃত্বাধীন শিবির থেকে। আর এসোসিয়েট ক্যাটেগরির ৮ পরিচালকের সবাই নির্বাচিত হন সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন গ্রুপ থেকে।
এবারেও এই দু’টি গোষ্ঠি প্যানেল দিয়েছে। সৈয়দ মোহাম্মদ আরিফ নেতৃত্বাধীন প্যানেলের নাম সম্মিলিত পরিষদ আর শাহেদ সরওয়ার নেতৃত্বাধীন প্যানেল তার নামেই। প্রার্থী নির্ধারনে অগ্রাধিকার দেয়া হয়েছে বড় বড় হাউস বা ব্যক্তি যারা একাধিক কোম্পানির প্রতিনিধি হিসেবে ভোটার। শিপিং সংশ্লিষ্ট বিভিন্ন খাতও গুরুত্ব পেয়েছে একইভাবে।
শাহেদ সরওয়ার প্যানেল এবং সম্মিলিত পরিষদ এই দু’টি গোষ্ঠি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে নিজস্ব কৌশলে। অফিস থেকে অফিসে ঘুরছেন। সম্মিলিত পরিষদ ভোটারদের জানিয়ে দিচ্ছে ভোট দিয়ে তাদেরকে জেতালে কি কি বিষয়গুলো করা হবে ভবিষ্যতে তা। পরিষদ পৃথক পৃথক টিম গঠন করে জোরদার প্রচারণা চালিয়ে যাচ্ছে।
অপরদিকে, শাহেদ সরওয়ার প্যানেল অবশ্য সবাইকে নিয়ে জনসংযোগ করছে। দ্বিতীয়বারের মত তাদেরকে বিজয়ী করার আবেদন জানাচ্ছে ভোটারদের কাছে।
পর্যবেক্ষমহলের মতে প্রচারণায় সবচেয়ে এগিয়ে আছেন ৩ জন। তারা হলেন গতবারের নির্বাচনে সর্বোচ্চ ভোটে জয়ী বর্তমান সিনিয়র ভাইস-চেয়ারম্যান সৈয়দ ইকবাল আলী ( শিমুল ), ভাইস-চেয়ারম্যান সফিকুল আলম ( জুয়েল ) এবং প্রাইড শিপিং-এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। তিনজনই সম্মিলিত পরিষদ থেকে প্রার্থী। সৈয়দ ইকবাল আলী অর্ডিনারি ক্যাটেগরি থেকে অপর দু’জন এসোসিয়েট ক্যাটেগরি থেকে প্রার্থী।