বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ )’র আসন্ন নির্বাচনে সম্মিলিত পরিষদ প্যানেল চুড়ান্ত করলেও শাহেদ সরওয়ারের নেতৃত্বাধীন গোষ্ঠির প্যানেলের কোন খবর নেই।
আগামী ৪ এপ্রিল অনুষ্ঠেয় এই নির্বাচনে শিপিং এজেন্টদের দু’টি গ্রুপ সক্রিয়। এর একটি হলো শাহেদ সরওয়ারের নেতৃত্বাধীন। অপরটি সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। বিএসএএ’র বিগত নির্বাচনেও ছিল গ্রুপ দু’টি। জয়ী হয়
শাহেদ নেতৃত্বাধীন গ্রুপ । এবারও তা ধরে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন।
অপরদিকে, সৈয়দ মোহাম্মদ আরিফ গতবারের পরাজয়ের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। ইতিমধ্যে তিনি ‘সম্মিলিত পরিষদ’-এর ব্যানারে প্যানেল চুড়ান্ত করেছেন। বর্তমান সিনিয়র ভাইস-চেয়ারম্যান সৈয়দ ইকবাল আলী ( শিমুল ), ভাইস-চেয়ারম্যান সফিকুল আলম ( জুয়েল ), মো. আজফার আলী, ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাতসহ হেভিওয়েট প্রার্থীদের নিয়ে এই প্যানেল। পুরোদমে প্রচারণায় নেমে গেছে সম্মিলিত পরিষদ। চষে বেড়াচ্ছে সমগ্র শিপিং সার্কেল।
শাহেদ সরওয়ার ঘনিষ্ঠরা জানান, প্রায় ৬ মাস আগে থেকে তিনি যোগাযোগ শুরু করেন ভোটারদের সাথে। ম্যান টু ম্যান যোগাযোগ করেছেন। দলবল নিয়ে সেকেন্ড রাউন্ড গণসংযোগ শুরু করেন ৮ মার্চ থেকে। তবে, এ পর্যন্ত তাঁর প্যানেল ঘোষণা হয়নি। যোগাযোগ করা হলে শাহেদ সরওয়ার জানান, ‘প্যানেল চুড়ান্ত। বাকি কেবল আনুষ্ঠানিক ঘোষণা।’ বেশকিছু কৌশলগত কারণে কয়েকদিন সময় নেয়া হচ্ছে। হেভিওয়েট, প্রবীণ-নবীনের সমন্বয়ে প্যানেল তৈরি। চলমান সপ্তাহের শেষদিকে ঘোষণা করা হবে বলে তিনি আভাস দেন।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ মার্চ। তা এত দেরিতে হওয়ায় এবং ভোটের মাত্র কয়েকদিন আগে হওয়ায় দুই দলনেতা কিছুটা বিপাকে।
শিপিং এজেন্টস এসোসিয়েশন নির্বাচনে এবারই সর্বোচ্চ সংখ্যক ভোটার। অর্ডিনারি ক্যাটেগরিতে ১৪৫ এবং এসোসিয়েট ক্যাটেগরিতে ১২২। অধিক সংখ্যায় ভোটার হওয়ায় প্রচারণা বেশ জমজমাট।