Home Second Lead বিএসএএ নির্বাচন: শাহেদ নেতৃত্বাধীন গ্রুপের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

বিএসএএ নির্বাচন: শাহেদ নেতৃত্বাধীন গ্রুপের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

মঙ্গলবার বৈধ প্রার্থী তালিকা প্রকাশ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: আগামী ৪ঠা  এপ্রিল অনুষ্ঠেয় বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ ) ‘এর নির্বাচনের বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে মঙ্গলবার ( ৯ মার্চ)। বৈধ প্রার্থীদের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ১৮ মার্চ।

২৪ পরিচালক পদের বিপরীতে ৬৬ জন মনোনয়ন পত্র পেশ করেছেন। অর্ডিনারি গ্রুপে ১৬ পরিচালক পদের বিপরীতে ৪৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এসোসিয়েট গ্রুপে ৮ পরিচালক পদের বিপরীতে মনোনয়ন পত্র জমা হয়েছে ২১ টি।

এবারে মোট ভোটার ২৬৭। এদের মধ্যে অর্ডিনারি ক্যাটেগরিতে  ১৪৫ এবং এসোসিয়েট ক্যাটেগরিতে ১২২।

এদিকে, চৌধুরী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহেদ সরওয়ার-এর নেতৃত্বাধীন গ্রুপ সোমবার থেকে তাদের প্রার্থীদের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে। আগ্রাবাদের বিভিন্ন শিপিং অফিসে তারা গণসংযোগ করেন। শাহেদ সরওয়ার সমর্থিত ২৬ জন অর্ডিনারি গ্রুপে এবং ১১ জন এসোসিয়েট গ্রুপে মনোনয়ন পত্র পেশ করেছেন।

সৈয়দ মোহাম্মদ আরিফ-এর নেতৃত্বাধীন গ্রুপ ইতিমধ্যে ব্যাপক শোডাউন করেছে।