বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চুয়াডাঙ্গা: দর্শনার বাড়াদি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি দুই যুবক। ভারতের অভ্যন্তরে এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া বেকপাড়ার হায়দার আলীর ছেলে সাজেদুল ইসলাম সাজ্জুল (৩০) ও একইপাড়ার শরিয়তউল্লাহর ছেলে খাজা মঈনুদ্দিন (৪০) গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি।
সাজ্জুলের স্ত্রী অভিযোগ করেছেন, একই গ্রামের খোরশেদ তাকে বাড়ি থেকে ডেকে নেন। রাত ১০টার দিকে দামুড়হুদার বাড়াদি সিমান্তের ৮২ নম্বর মেইন পিলারের ২ সাব পিলারের কাছে ভারতের অভ্যন্তরে গোবিন্দপুর বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা সাজ্জুল ও খাজাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তারা।
বিএসএফর গুলিতে সাজ্জুল ও খাজা নিহতের খবর পাওয়ার পর থেকেই দুপরিবারে শুরু হয়েছে শোকের মাতম। মরদেহ ফেরত পেতে প্রতিক্ষার প্রহর গুণছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ছয়ঘরিয়া পরিদর্শন করেছেন।
তিনি আরও বলেন, বিএসএফ পতাকা বৈঠকে জানায় তারা অবৈধ ভাবে সীমান্তের কাঁটাতার কেটে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। বিএসএফের ওপর চড়াও হয়। প্রথমে বিএসএফ তাদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ে। পরে তাদের ওপর গুলি চালায়। পতাকা বৈঠকের পর যে কোন দিন তারা মরদেহ ফেরত দেবে।