Home আন্তর্জাতিক বিচারের মুখোমুখি হচ্ছেন ট্রাম্প

বিচারের মুখোমুখি হচ্ছেন ট্রাম্প

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র: জো বাইডেন শপথ নেয়ার পর পরই ট্রাম্পকে বিচারের আওতায় আনা হবে জানিয়েছেন ডেমোক্র্যাট সিনেটররা। বিচারে যদি দোষি সাব্যস্ত হলে মার্কিন আইন অনুযায়ী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প। যদিও ডেমোক্র্যাটরা চেয়েছিল অভিশংসন করেই বিচারের মুখোমুখি করবেন ট্রাম্পকে। সে সুযোগ আর নেই। কংগ্রেসের নিম্নক্ষ প্রতিনিধি পরিষদ রিপাবলিক্যান প্রেসিডেন্টকে কংগ্রেসের বিরুদ্ধে ‘দাঙ্গায় উস্কানি’ দেয়ার অভিযোগে অভিশংসন করেছে। উচ্চকক্ষে সেটি পাস হতে সময় সাপেক্ষ ব্যাপার।

কেননা, এই মুহূর্তে সিনেটের অধিবেশন আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত মূলতবি রয়েছে। তারপরও সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককোনেলের দপ্তর থেকে গতকাল বুধবার জরুরি অধিবেশন ডাকার ব্যাপারে সিনেটের সংখ্যালঘু দলের নেতা চাক শুমারের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। ফলে ট্রাম্প তার শেষ সময়গুলো হোয়াইট হাউজেই যে কাটাতে পারছেন তা অনেকটা নিশ্চিত।

সপ্তাহ খানেক পরে সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা হতে যাওয়া ডেমোক্র্যাটদলীয় চাক শুমার বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার অভিশংসিত হওয়ার লজ্জা বহন করছেন ট্রাম্প। এ বিষয়ে সিনেটের পদক্ষেপ নেয়া দরকার। তার বিচার কার্যক্রম এগিয়ে যাবে।

ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে ভোট হওয়ার সময় প্রশ্ন ছিল একটি—কতজন রিপাবলিকান তাদের সঙ্গে যোগ দেবেন। শেষে দেখা গেল ১০ রিপাবলিকান সদস্য নিজ দলের বাইরে গিয়ে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেন। শেষ পর্যন্ত ট্রাম্পকে অভিশংসনে প্রস্তাব ২৩২-১৯৭ ভোটে পাস হয়।

বছরখানেক আগে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হওয়ার পর রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে তিনি খালাস পেয়েছিলেন। তখন নির্বাচনের আগে বাইডেনের পরিবারের তথ্য পেতে তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ তোলা হয়েছিল।

-বিজনেসটুডে২৪ ডেস্ক