Home আইন-আদালত বিটিআরসির ওপর হাইকোর্টের ক্ষোভ

বিটিআরসির ওপর হাইকোর্টের ক্ষোভ

বিজনেসটুডে২৪ ডেস্ক

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধ এবং বাংলাদেশকে নিয়ে করা প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ওপর ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।

বুধবার (১০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত শুনানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আদালত।

আদালতের প্রশ্ন, বিশ্বের কয়েক কোটি মানুষ এরইমধ্যে আল-জাজিরার প্রতিবেদনটি দেখেছেন। বিটিআরসি এতদিন কি করল, আপত্তিকর কিছু সম্প্রচার বন্ধের বিটিআরসির ক্ষমতা থাকা সত্ত্বেও কেন আদালতের কাঁধের ওপর বন্দুক রাখা হচ্ছে।

এখন এগুলো বন্ধ করা না করা সমান বলেও মন্তব্য করেন হাইকোর্ট।

এদিকে প্রতিবেদনটি ফেসবুক, ইউটিউব ও টুইটারসহ সকল অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সুপ্রিমকোর্টের এক আইনজীবী রিট দায়ের করলে সেই রিটের জবাবে বুধবার এ নির্দেশ দেন হাইকোর্ট।
রিটে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ প্রতিবেদনটি ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সব অনলাইন প্লাটফর্ম থেকে অপসারণের নির্দেশনা চাওয়া হয়েছিল। এছাড়া রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিবাদি করা হয়েছিল।