Home আইন-আদালত জামিনপ্রাপ্ত ১২৬ বিডিআর সদস্য আজ মুক্তি পাচ্ছেন

জামিনপ্রাপ্ত ১২৬ বিডিআর সদস্য আজ মুক্তি পাচ্ছেন

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১৩ বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন দীর্ঘ ১৬ বছর পর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে তারা বের হয়েছেন প্রধান ফটক দিয়ে। পিলখানা হত্যাকাণ্ডে বিষ্ফোরক মামলায়  জামিন পাওয়া ১২৬ জনের মধ্যে ১৩ জন মুক্তি পেলেন। সকাল থেকে তাদের জন্য কারাগারের বাইরে অপেক্ষমান ছিলেন স্বজনরা।

সংগৃহীত ছবি

কারাগারের সামনে ফুল নিয়ে অভ্যর্থনা জানাতে অপেক্ষা করতে দেখা গেছে তাঁদের। ১৬ বছর পর স্বজনকে কাছে পেয়ে তারা খুশিতে আত্মহারা হয়ে পড়েন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে আরও  ২৪ জন এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে  ৮৯ জন বের হবেন আজ।

পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক মামলায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্র কারাগার থেকে ১৩ জন বিডিয়ার সদস্য কারা মুক্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার আব্দুল্লাহ আল মামুন।
জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ১৩ জন বিডিআর সদস্যের মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে আসলে তা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায়  মুক্তি দেওয়া হয়েছে তাদেরকে।