Home First Lead বিদেশ ফেরতাদের বাড়িতে লাল পতাকা

বিদেশ ফেরতাদের বাড়িতে লাল পতাকা

মাগুরার জগদল ইউনিয়নের জগদল ইউনিয়নে প্রবাস থেকে আসা একব্যক্তির বাড়িতে লাল পতাকা টানানো হচ্ছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: করোনাভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অনেক বিদেশ ফেরত মানছেন না। দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। জরিমানাকেও পাত্তা দিচ্ছেন না। এই প্রেক্ষাপটে বিভিন্ন স্থানে বিদেশ ফেরতদের বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয়া হচ্ছে  প্রশাসনের পক্ষ থেকে। জনসচেতনতার জন্য এটা করা হচ্ছে।

মাগুরায় যারা বিদেশ থেকে এসেছেন এবং কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে তাদের বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে। জগদল ইউনিয়নে ২২ বাড়ির সামনে এ রকম লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে। তাতে অবশ্য বেশ সুফল পাওয়া গেছে। আশেপাশের বাসিন্দারাই বিদেশ ফেরতদের গতিবিধির ওপর নজরদারি করছেন।

মাগুরার সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, ইতালী, বাহারাইন, সিঙ্গাপুর, তুরস্ক, সৌদী আরবসহ বিভিন্ন দেশ থেকে ফেরত ১৪৪জনকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। এদের প্রত্যেককে বাড়িতে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের শরীরে এখনও কোন জ্বর, সর্দি কাশির লক্ষণ পাওয়া যায়নি