Home শেয়ারবাজার বিনিয়োগকারী সুরক্ষা তহবিল হচ্ছে

বিনিয়োগকারী সুরক্ষা তহবিল হচ্ছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ওয়ারিশ কিংবা দাবিদারহীন বিতরণ না হওয়া নগদ ও বোনাস লভ্যাংশের টাকায় বিশেষ ফান্ড (তহবিল) গঠন করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)। ইতোমধ্যে পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য ফান্ড গঠনের কার্যক্রম শুরু হয়েছে।

বিএসইসির একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ফান্ডের নাম ইনভেস্টর প্রটেকশন ফান্ড (বিনিয়োগকারী সুরক্ষা তহবিল)।

জানা গেছে,অবিতরণকৃত লভ্যাংশের তথ্য জানতে কমিশন দুই স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংক, সিডিবিএলকে চিঠি দিয়েছে। এরপর স্টক এক্সঞ্জেগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে চিঠি দিয়েছে।

বিএসইসির তথ্য অনুসারে, ফান্ড পরিচালনার জন্য সকল স্টেকহোল্ডারদের কাছ থেকে প্রতিনিধি নিয়ে একটি কমিটি করা হবে। কমিটি ফান্ড পুঁজিবাজারের উন্নয়নে ব্যবহার করবে। এর মনিটরিং করবে কমিশন।

বিএসইসিরা বলেন, দীর্ঘদিন ধরে বিতরণ না হওয়া পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির নগদ লভ্যাংশ ও বোনাস শেয়ারের অর্থের অনুসন্ধান করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এই টাকার পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা হতে পারে।

এছাড়াও ব্রোকারেজ হাউজ এবং মার্চেন্ট ব্যাংকের গ্রাহকদের সমন্বিত হিসাবের দাবিহীন টাকাও এই ফান্ডের যোগ হবে। ফলে সব মিলিয়ে ১০ থেকে ১২ হাজার কোটি টাকার ফান্ড হবে বলে মনে করেন বিএসইসির কর্মকর্তারা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিশেষ ফান্ডের এই উদ্যোগটি খুবই ভালো উদ্যোগ। এই অর্থ মার্কেট সাপোর্টের জন্য রাখা যেতে পারে। বিশেষ পরিস্থিতিতে পুঁজিবাজারে কাজে লাগাতে পারবে।