- বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: উদ্বোধনের দেড় মাস পরও রূপ পায়নি নগরীর ষোলশহর দু’নম্বর গেটে এলাকার বিপ্লব উদ্যান। গাছ মরে যাচ্ছে, ফোয়ারা হয়ে পড়েছে পানিশূণ্য, কিডস কর্নার চালু হয়নি।
গত ১৫ ডিসেম্বর প্রায় সব কাজ অসমাপ্ত রেখে এটা উদ্বোধন করা হয়। ইতিমধ্যে দেড় মাস অতিক্রান্ত হয়ে গেছে। প্রতিশ্রুত সুযোগ-সুবিধাগুলোর কিছুই হয়নি। উদ্বোধনের দিনে যে চেহারা ছিল তাও নেই, বিবর্ণ হয়ে গেছে অযত্ন-অবহেলায় । ফোয়ারায় পানি নেই। ঝর্ণা বন্ধ রাখা হয়েছে।
সবুজে ভরা ছিল বিপ্লব উদ্যান। নতুন রূপ দেয়ার নামে ভিতরে থাকা বৃক্ষরাজি উপড়ে ফেলা হয়। এরপরও যেগুলো ছিল সেগুলোও মরে যাচ্ছে। উত্তর-পূর্ব কোণে গাছপালা কেটে ফেলে সেখানে শৌচারগার নির্মাণ করা হচ্ছে।
তোড়জোড় চলছে কেবল ফুডকোর্ট চালু এবং আরও ফুটকোর্ট তৈরির। অর্থাৎ দ্রুতগতিতে এগিয়ে নেয়ার চেষ্টা কেবল ব্যবসায়িক দিকটাকে।
ষোলশহর দু’নম্বর গেটসহ আশেপাশের এলাকার বিনোদনপ্রেমী মানুষের একমাত্র ভরসা এই উদ্যান ২০১৮ সালের শেষদিকে সিটি কর্পোরেশন বন্ধ করে দেয় নতুন আঙ্গিকে চালু করার ঘোষণায়। আর এই দায়িত্ব দিয়ে তুলে দেয়া হয় বেসরকারি একটি প্রতিষ্ঠানের কাছে। নতুন প্রকল্পের নাম দেয়া হয় ‘সোল স্কোয়ার বা প্রাণের স্পন্দন ।’ এ ব্যাপারে চুক্তি হয় রিফর্ম লি. এবং স্টাইল লিডিং আর্কিটেক্টস লি-এর সাথে।
এখানে ফ্রি ওয়াই-ফাই, ইনফরমেশন ক্যাশ মেশিন, কিডস কর্ণার, ফুড কোর্ট, এটিএম প্লাজা, ট্যুরিস্ট ইন
ফরমেশন, ম্যানেজমেন্ট রুম ইত্যাদি থাকার কথা। কিছুই হয়নি এসবের।