Home Second Lead ‘বিবাহ কোনও হিংস্র পশুকে শৃঙ্খলমুক্ত করার ছাড়পত্র নয়’

‘বিবাহ কোনও হিংস্র পশুকে শৃঙ্খলমুক্ত করার ছাড়পত্র নয়’

দিল্লি: বৈবাহিক ধর্ষণ (Marital Rape) নিয়ে বুধবার গুরুত্বপূর্ণ রায় দিল কর্নাটক হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, ‘বিবাহ কোনও হিংস্র পশুকে শৃঙ্খলমুক্ত করার ছাড়পত্র নয়।’ পরে বলা হয়েছে, ‘বিবাহ (Marital Rape) কখনও পুরুষদের বিশেষ সুবিধা দেয় না। বিবাহ করার পরে কোনও পুরুষ হিংস্র পশুকে (Marital Rape) শৃঙ্খলমুক্ত করতে পারেন না। স্বামী হওয়ার সুবাদে কেউ পাশবিক অপরাধ করে রেহাই পাবেন না।’

স্বামী হলেই রেহাই নেই (Marital Rape)

হাইকোর্টের রায়ে বিস্তারিতভাবে বলা হয়েছে, ‘স্ত্রীর অনুমতি ছাড়া যৌনতায় লিপ্ত হওয়া (Marital Rape) তাঁকে যৌন নির্যাতন করা ধর্ষণের শামিল। এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি স্বামী হলেও রেহাই পাবেন না।’ পরে বলা হয়েছে, ‘স্বামী যৌন নির্যাতন করলে স্ত্রীর মনের ওপরে গুরুতর প্রভাব পড়ে। তিনি শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত হন। আইনকে নীরবতার ভাষা শুনতেই হবে।’

 

বিচারপতিরা বলেন, অনেকের ধারণা, স্বামী হলেন স্ত্রীর দেহ, মন ও আত্মার মালিক। এই পুরানো ধারণা বদলানোর সময় এসেছে। বহু মানুষের মধ্যে এখনও পুরানো ও রক্ষণশীল ধারণা আছে বলেই দেশে বৈবাহিক ধর্ষণের মামলা বৃদ্ধি পাচ্ছে।