Home সারাদেশ বিভিন্নস্থানে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

বিভিন্নস্থানে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত


ভোলা থেকে মহিউদ্দিন ভোলা জানান:৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর প্রতিকৃতিতে  ভোলা জেলা পুলিশের  পক্ষ থেকে সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার ভোলা  পুষ্পস্তবক অর্পণ করে গভীর  শ্রদ্ধা নিবেদন করেন।
পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তার  স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ আব্বাস উদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার (সদর),  অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, ভোলা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঈশ্বরগঞ্জে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত
ময়মনসিংহ থেকে তাপস কর জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বড় ছেলে ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার সকালে শেখ কামালের প্রতিকৃতি তে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, গাছ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় সকাল ১১ টায় শেখ কামালের প্রতিকৃতি তে পুষ্পস্তবক অর্পণ ও বেলা ১২ টায় অনলাইনে আলোচনা সভার আয়োজন করা হয় এরপর উপজেলার বিভিন্ন মসজিদে বঙ্গবন্ধুর পরিবারসহ সকল বীরশহীদদের জন্য দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। 

এসময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসনের সাংসদ ফখরুল ইমাম, উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোহাম্মদ নূরুল হুদা খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির (হিরো), ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, ক্রীড়াবিদ ইশতিয়াক আহমেদ ইসহাক বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

বোদায় শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উদযাপিত
পঞ্চগড় থেকে:মোঃ রবিউল ইসলাম রিপন জানান: বোদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার ( ৫ আগষ্ট) বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন এর পক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ, পৌরসভা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পমাল্য অর্পন শেষে শেখ কামাল সহ ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষ চারা বিতরণ করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার মো.সোলেমান আলীর সভাপতিত্বে শেখ কামাল স্মৃতিচারণ এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, কেন্দ্রীয় যুব লীগ নেতা ও সবুজ পাতা সফটওয়ার্ক মোবাইল অ্যাপসের উদ্যোক্তা ব্যারিষ্টার কৌশিক নাহিয়ান নাবিদ, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান, পাথরাজ সরকারি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান রবিউল আলম সাবুল ও বোদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বক্তব্য রাখেন। এছাড়াও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও মন্দির,গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়।

Exif_JPEG_420

নিয়ামতপুরে শহীদ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

নিয়ামতপুর ( নওগাঁ ) থেকে মো. ইমরান ইসলাম জানান: শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(০৫ আগস্ট) সকাল ১১ টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম উদ্দীনের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম, নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ ওসি হুমায়ূন কবির, জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হাসান মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম।