Home First Lead বিরামপুর রেলঘুণ্টিতে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত

বিরামপুর রেলঘুণ্টিতে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত

দুর্ঘটনার পর প্রাইভেট কার।

নুরুজ্জামান হোসেন, হিলি দিনাজপুর থেকে: বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেলঘুন্টি রেলক্রসিং-এ দ্রুতযান এক্সপ্রেসের ধাক্কায় প্রাইভেট কারের ৩ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩জন।

বুধবার সকাল সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারনা, ঘন কুয়াশার মধ্যে প্রাইভেট কারটি রেললাইনের ওপর উঠে যায়। এ সময়ে এসে পড়ে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের ৩ আরোহী ঘটনাস্থলে নিহত হয়। আরও ৪ জন আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাইভেট কারটি হিলির দিকে যাচ্ছিল।

গেটকিপার সাইফুজ্জামান বলেন, রেললাইনের গেটটির কাজ চলছিল। তাই ট্রেন আসার সময় রশি দিয়ে গেট বন্ধ করা হয়েছিল। কিন্তু প্রাইভেটকার চালক গেইটের একপাশ দিয়ে ভিতরে ঢুকে যায়। ট্রেনের ধাক্কায় প্রায় ১০ গজ দূরে দুমড়ে মুচড়ে  ছিটকে পড়ে যায়  প্রাইভেট কারটি। ঘটনাস্থলেই  তিন যাত্রী মারা যায়।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান যে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি যাত্রীদের নিয়ে যাচ্ছিল জয়পুরহাটে। সেখানে ড্রাইভিং পরীক্ষা দেয়ার জন্য যাচ্ছিলেন যাত্রীরা।