Home First Lead বিশ্বকাপ থেকে রাশিয়াকে বাদ

বিশ্বকাপ থেকে রাশিয়াকে বাদ

রুশ ফুটবল দল

বিজনেসটুডে২৪ ডেস্ক

বিশ্বকাপের মঞ্চ থেকে বাদ দেয়া হলো পুতিনের দেশের ফুটবল দলকে। ফিফা বাতিল ঘোষণা করেছে রাশিয়ার দলকে।

ফিফা এর আগে জানিয়েছিল যে জাতীয় পতাকা বা নিজের নামে বিশ্বকাপে খেলতে পারবে না রাশিয়া। খেলতে হবে ফুটবল ইউনিয়ন অফ রাশিয়া নামে। কয়েক ঘন্টা কাটতে না কাটতেই পাল্টে গেল তাদের সেই সিদ্ধান্ত। বিশ্বকাপের মঞ্চে পুরোপুরি বাতিল হয়ে গেল পুতিনের দেশের ফুটবল দলটি। শুধু পুরুষদের বিশ্বকাপ থেকে নয়, মহিলা বিশ্বকাপ থেকেও রাশিয়াকে নিষিদ্ধ করেছে ফিফা।

২০১৮ সালে এই রাশিয়াতেই আয়োজিত হয়েছিল ফিফা ওয়ার্ল্ড কাপ । মাত্র চার বছরের ব্যবধানে অঙ্কটাই পাল্টে গেল। সেই রাশিয়াই এবার নিষিদ্ধ হল বিশ্বকাপে ।