বিজনেসটুডে২৪ ডেস্ক
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বকাপের ফুটবল খেলা দেখতে আসা মুসলিম দর্শকদের ওমরাহ পালনের ব্যবস্থা করে দিল সউদি আরব। বিশ্বকাপ উপলক্ষ্যে কাতার সরকারের চালু করা ‘হায়া প্যান কার্ড’ হোল্ডার মুসলিম দর্শকরা চাইলেই এই কয়দিন ওমরাহ পালন করতে পারবেন। কাতারে ফিফা বিশ্বকাপের স্টেডিয়াম থেকে সোজা পবিত্র মক্কা ও মদীনায় আসার সহজ সুযোগ করে দেওয়া হচ্ছে। হায়া ফ্যান কার্ড থাকলেই কোনও ভিসার প্রয়োজন হবে না। সউদি আরবের বিদেশ মন্ত্রণালয়ের ভিসা বিভাগের সহকারী ডিরেক্টর জেনারেল খালিদ আল শাম্মারি এক বিবৃতিতে জানান, বিশ্বকাপ ফুটবল দর্শকদের ওমরাহ ভিসার জন্য কোনও অর্থ দিতে হবে না। ৬০ দিনের জন্য এই সুবিধা দেওয়া হবে। শুরু হচ্ছে নভেম্বর ১১ থেকে। এমনকি কাতার থেকে এই দেশে আসা এবং কাতারে ফিরে যাওয়ার জন্য বার বার অনুমতিরও প্রয়োজন হবে না। ওমরাহ পালনের জন্য বিশ্বকাপের ফুটবল দর্শকদের স্বাগত জানানো হচ্ছে।
ফিফা বিশ্বকাপের আয়োজন উপলক্ষ্যে কাতার সরকার হায়া ফ্যান কার্ড চালু করেছে। এই কার্ড হাতে থাকলে যেকোনও দর্শক এই দেশে সমস্ত ধরনের যানবাহনে বিনা খরচে চড়তে পারবেন। স্টেডিয়ামে সহজেই প্রবেশ করতে পারবেন। কাতার এই সুবিধা দিতে চাইছে ৯০ দিনের জন্য, বিশ্বকাপ শুরুর দু’সপ্তাহ আগে থেকে এই ‘হায়া কার্ড’ সক্রিয় হয়ে যাচ্ছে। এই কার্ড ফুটবলপ্রেমীদের কাছে ট্যুরিস্ট ভিসার মতোই। টিকিট থাকলেই এই ভিসা পাওয়া যাচ্ছে। আরব আমীরাতও এই কার্ডের মাধ্যমে তাদের দেশে আসার অনুমতি দিয়েছে বিশ্বকাপের মরশুমে। সউদি আরবও সেই কার্ডকে মান্যতা দিয়ে ওমরাহর সুযোগ করে দিল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলিম দর্শকরা মক্কা মদীনা শরীফের কাছাকাছি এসে সহজেই ওমরাহ পালনের সুযোগ হাতছাড়া হয়তো করতে চাইবেন না অনেকেই। বিশ্বকাপের স্টেডিয়ামের গ্যালারির আন¨ উপভোগের সঙ্গে মক্কা ও মদীনা শরীফের স্পর্শ লাভ করতে চাইলে সহজে সুযোগ পেয়ে যাবেন। এক সফরেই খেলা দেখা ও ওমরাহ পালনের সুযোগ করে দেওয়া হল কাতারে আসা মুসলিম ফুটবলপ্রেমীদের।