Home আন্তর্জাতিক বিশ্ববাজারে কমছে সোনার দাম

বিশ্ববাজারে কমছে সোনার দাম

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভ্যাকসিন নিয়ে যত আশা বাড়ছে ততই দাম কমছে সোনার।

ফাইজার তাদের কোভিড-১৯ ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে আশার কথা শুনিয়েছে কয়েকদিন আগে ।  আরেক মার্কিন সংস্থা মর্ডানা জানালো, তাদের কোভিড-১৯ ভ্যাকসিনের কার্যকারিতা ৯৪.৫ শতাংশ।

বিশ্বজুড়ে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ বাড়লেও আন্তর্জাতিক অর্থনীতিতে এখন সবথেকে বেশি প্রভাব ফেলছে এই ভ্যাকসিন।

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ০.১ শতাংশ কমে ১৮৮৬.১৭ ডলার হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে আরও একদফা আর্থিক প্যাকেজের ঘোষণা হলে সোনার দাম আরও কমতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শুধু সোনা নয়, দাম কমেছে রুপো (প্রতি আউন্স ২৮.৫৮ ডলার, ০.৭ শতাংশ), প্ল্যাটিনাম (৯২১ .৪৯ ডলার, ০.৪ শতাংশ) এবং প্যালাডিয়ামের ( ২৩০৮.১১ ডলার, ১.১ শতাংশ)।