বিজনেসটুডে২৪ ডেস্ক
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। লেগেই আছে মৃত্যুর মিছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, ১০ দিনে রোজই ১ লক্ষেরও বেশি সংক্রমণের খবর মিলছে। রেকর্ড সংক্রমণ ধরা পড়েছে। রবিবার একদিনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার মানুষ, যা এ যাবৎ সবচেয়ে বেশি।
হু প্রধান সোমবার আরও বললেন, আগের ন’দিনে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লক্ষ মানুষ। এতটা হয়নি গত ৬ মাসে। রবিবার আক্রান্তদের ৭৫ শতাংশই আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার ১০টি দেশের বাসিন্দা।
গত ডিসেম্বরে চীনে প্রথম এই করোনা ভাইরাসের আবির্ভাব। তার পর থেকে এখন পর্যন্ত ৭০ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন সারা দুনিয়ায়। মারা গেছেন চার লক্ষ তিন হাজার। পূর্ব এশিয়ার পর করোনার কেন্দ্রবিন্দু ছিল ইউরোপ। কিন্তু এখন সেই স্থান ছিনিয়ে নিয়েছে আমেরিকা। হু প্রধান টেড্রোস আধানোম ঘেব্রিয়েসাসের মতে, ইউরোপে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বিশ্বজুড়ে অবনতি হচ্ছে।
করোনা ভাইরাসের আবির্ভাব ছ’মাসেরও বেশি সময় হয়ে গেছে। এর পরেও সমস্ত দেশকেই সতর্ক থাকতে বলল হু। সেই সঙ্গে আমেরিকায় কৃষ্ণাঙ্গ হত্যা নিয়ে চলা প্রতিবাদে অংশগ্রহণকারীদেরও সাবধান করল। জানাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্ণবিদ্বেষের বিরোধিতা করে। কোনও ধরনের বৈষম্যকে সমর্থন করে না। কিন্তু এর পরেও প্রতিবাদীদের সুরক্ষাবিধি মেনে প্রতিবাদ করতে বলল হু।
নিউজিল্যান্ড করোনা-মুক্ত হলেও ব্রাজিলের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। আক্রান্ত সাত লাখের বেশি। মৃত্যু হয়েছে ৩৭ হাজার। একটি সমীক্ষা রিপোর্টে অনুমান করা হয়েছে, জুন শেষের মধ্যে সংক্রমণের সংখ্যা ১০ লক্ষ ছাড়াবে। মৃত্যু পেরিয়ে যাবে ৫০ হাজার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর সাও পাওলোর আকাশ থেকে তোলা ছবিতে দেখা গিয়েছে, কবরস্থানগুলিতে সার দিয়ে মাটি খুঁড়ে জায়গা তৈরি করা হচ্ছে গণকবর দেওয়ার জন্য। সংক্রমণের হার বৃদ্ধির জন্য প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর উপরেই দোষ চাপিয়েছেন অনেকে।