প্রজ্ঞাপনের পর সিদ্ধান্ত শেয়ারবাজার চালু থাকবে কী না
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বুধবার থেকে কঠোর লকডাউনেও ব্যাংক লেনদেন চলবে। জরুরি সেবা হিসেবে ব্যাংকিং ব্যবস্থা চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১৪ এপ্রিল ) থেকে এক সপ্তাহের মধ্যে সর্বাত্মক লকডাউন শুরু হবে।জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ বিষয়ে (শুক্রবার) বলেছেন, “এটা কমপ্লিট লকডাউন, কঠোর লকডাউন। কোনো অফিস আদালত খোলা থাকবে না। সেখানে শুধু জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধ থাকবে।”এবারের লকডাউনে যানবাহন তো বটেই, বন্ধ থাকবে সরকারি, বেসরকারি সব প্রতিষ্ঠান। আগামীকাল রবিবার এক প্রজ্ঞাপনে বিষয়টি আরও স্পষ্ট করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “ব্যাংক হচ্ছে অত্যাবশ্যকীয় সেবা। এ সেবা দিতে আমরা বাধ্য এবং এটা চলমান রাখতে হবে। এসংকটের মধ্যেও ব্যাংক খোলা রাখতে হবে। কারণ, মানুষ ব্যাংকিং লেনদেন না করতে পারলে অন্যান্য সংকটে পড়বে। চিকিৎসার জন্যও ব্যাংকের টাকা দরকার। সরকারের নির্দেশনার সঙ্গে সমন্বয় করে কীভাবে, কোন কৌশলে ব্যাংকিং সেবা দেয়া যায় সেটা সিদ্ধান্ত নেয়া হবে।”
এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আগেই জানিয়েছে, ব্যাংক চালু থাকলে বন্ধ হবে না পুঁজিবাজার। দেশের উভয় স্টক এক্সচেঞ্জও জোর দিয়ে বলেছে, ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারও খোলা থাকবে। ডিজিটাল লেনদেনের মাধ্যমে পুঁজিবাজার চালু রাখা হবে।
বিএসইসির মুখপাত্র রেজাউল করিম জানিয়েছেন, রবিবার সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন দেখে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, “সরকারের পরবর্তী লকডাউনে কী কী বন্ধ থাকবে আর কী কী খোলা থাকবে, সে বিষয়ে স্পষ্ট করে বিষয় বলা হয়নি। প্রজ্ঞাপন জারি হওয়ার পর সেটি স্পষ্ট হবে।
তিনি বলেন, “যেহেতু ব্যাংকের কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে বর্তমানে পুঁজিবাজারের লেনদেন চলছে সেহেতু পরবর্তী লকডাউনে বাংলাদেশ ব্যাংক যেভাবে সিদ্ধান্ত নেবে আমরা সেটির পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারের বিষয়ে সিদ্ধান্ত নেব।”