Home আন্তর্জাতিক বুধবার থেকে পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক ইমরানের

বুধবার থেকে পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক ইমরানের

বিজনেসটুডে২৪ ডেস্ক

আগামী বুধবার থেকে পুরো পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান। বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকারের পতন ও ‘আমদানি করা’ সরকার ক্ষমতায় আসীন হওয়ার প্রতিবাদে এই বিক্ষোেভের ডাক দেয়া হয়েছে।

সোমবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জ্যেষ্ঠ নেতা ও ইমরান সরকারের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি বলেন, আগামী বুধবার (১৩ এপ্রিল) থেকে দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলন শুরু করছি আমরা। দলের প্রথম বিক্ষোভ সমাবেশ হবে পেশোয়ারে।

গতকাল রবিবার রাতেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ হয়েছে। গোটা পাকিস্তানজুড়ে ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ পার্টির আয়োজনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

রাজধানী ইসলামাবাদের পাশাপাশি করাচি, পেশোয়ার, লাহোর, মালাকান্দ, জং, কোয়েটা, ওকারা ও অ্যাবোটাবাদসহ অন্য বড় শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।