Home কক্সবাজার বুধবার ১০ তলা কউক ভবন উদ্বোধন

বুধবার ১০ তলা কউক ভবন উদ্বোধন

কউক ভবন

কক্সবাজার থেকে মোঃ রেজাউল করিম: কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত ১০ তলাবিশিষ্ট ভবন আগামী ১৮ মে উদ্বোধন করা হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের তত্ত্বাবধানে উদ্বোধন কার্যক্রমের প্রস্তুতি কার্যক্রম এগিয়ে চলেছে।

জানা গেছে, ২০১৭ সালের ২৭ মার্চ অনুষ্ঠিত ভূমি বরাদ্দ কমিটির সভায় অফিস ভবন নির্মানের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অনুকুলে ১.২১ একর জমি বরাদ্দ দেয়া হয়। নির্মাণ খরচ বাবদ বরাদ্দ মঞ্জুর করা হয় ১১২ কোটি ৩৭ লাখ টাকা। ওই বছরের ৬ মে ভবনটির ভিত্তি প্রস্থর স্থাপন করেন  প্রধানমন্ত্রী।

নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালের ১৫ জুলাই। করোনা পরিস্থিতিতে মেয়াদ বাড়ানোর পাশাপাশি বরাদ্দ আরো ২ কোটি টাকা বাড়ানো হয়। ২০২১ সালে ভবনটির নির্মাণ কাজ শেষ হয়। তবে নির্মাণ কাজ শেষে বরাদ্দকৃত ১১৪ কোটি ৩৭ লাখ টাকা থেকে সাশ্রয় হয় ৪ কোটি ৩০ লাখ টাকা। যা সরকারের কাছে ফেরত পাঠানো হয়েছে বলে জানায় কউক কর্তৃপক্ষ।