Home চট্টগ্রাম বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাব নির্বাচন

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাব নির্বাচন

  • শেষ সময়ের নির্বাচনী কৌশল নির্ধারণে ব্যস্ত প্রার্থীরা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বৃহস্পতিবার ( ৩১ ডিসেম্বর ) চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। প্রার্থীরা শেষ সময়ের নির্বাচনী কৌশল নির্ধারণে ব্যস্ত সময় পার করছেন।

ভোট শুরু হবে সকাল ১০ টায়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত। মোট ভোটার ২৫৮ জন। এদের মধ্যে ৩ জন মারা গেছেন। গতবারে মোট ভোটার ছিলেন ২৩০ জন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি  এটিএন বাংলার ব্যুরো প্রধান আলী আব্বাস এবং বিএফইউজের সহ-সভাপতি, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি রিয়াজ হায়দার চৌধুরী।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সাধারণ সম্পাদক চ্যানেল আই’র ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ এবং সত্যবাণীর নির্বাহি সম্পাদক কাজি মহসিন। চৌধুরী ফরিদ বিগত নির্বাচনে ১২৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছিলেন ৮৬ ভোট।

বর্তমান সিনিয়র সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা একই পদে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক আজাদীর খোরশেদ আলম।

সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থীরা হলেন:   স ম ইব্রাহিম,  মনজুরুল আলম  এবং নিরুপম দাশ গুপ্ত।

যুগ্ম সম্পাদক পদে.নজরুল ইসলাম  ও আলমগীর সবুজ,  অর্থ সম্পাদক পদে.ফারুক তাহের  ও. রাশেদ মাহমুদ,  ক্রীড়া সম্পাদক পদে দেবাশীষ বড়ুয়া দেবু ও রুবেল খান,  পাঠাগার সম্পাদক পদে শহীদুল ইসলাম ও. মিন্টু চৌধুরী,  প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রনব বড়ুয়া অর্নব ও  আলীউর রহমান,  সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে.কামাল উদ্দিন খোকন ও  আইয়ুব আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কার্যকরী সদস্যের ৪ পদের বিপরীতে প্রার্থীরা হলেন:  মোয়াজ্জেমুল হক, . মনজুর কাদের মনজু, . শহীদুল্লাহ শাহরিয়ার,  কাশেম শাহ ,  দেবদুলাল ভৌমিক , খোরশেদ আলম শামীম  এবং আল-রাহমান।