সাবস্ত্রিপশনের সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়লো
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: দেশের প্রথম বেসরকারি শরিয়াহভিত্তিক গ্রিন সুকুক বন্ডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিনিয়োগকারীদের কাছ থেকে প্রত্যাশিত আগ্রহ না পাওয়ায় বেক্সিমকোর আবেদনের প্রেক্ষিতে সুকুক বন্ডের সাবস্ত্রিপশনের সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
বিশেষ ক্ষমতায় সাবস্ক্রিপশনের সময় বাড়ানোর এমন সুযোগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। বর্ধিত সময়ের মধ্যে ন্যূনতম আবেদন জমা না পড়লে আইপিও বাতিল হবে বলে জানিয়েছেন এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।
বেক্সিমকো লিমিটেডের ৩ হাজার কোটি টাকার সুকুক বন্ডের মধ্যে পাবলিক অফারে ৭৫০ কোটি টাকা সংগ্রহের জন্য গত ১৬ আগস্ট চাঁদা সংগ্রহ শুরু হয়। প্রথম দফায় নির্ধারিত সর্বশেষ সময় ছিল ২৩ আগস্টের বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। কিন্তু ওই সময়ে বন্ডটির চাহিদার ৭৫০ কোটি টাকার বিপরীতে বিনিয়োগকারীরা মাত্র ৫৫ কোটি ৬১ লাখ ৫৫ হাজার টাকার বা ৭ দশমিক ৪১৫ শতাংশ আবেদন করেন। এতে ৭১ জন বিনিয়োগকারী আবেদন করেন। দ্বিতীয় দফা সময় বাড়ানো হয়। শেষ সময় ছিল সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। কিন্তু বাড়তি ১০ কার্যদিবসে আইপিও আবেদনে তেমন পরিবর্তন হয়নি। এ সময় মাত্র একজন বিনিয়োগকারী ১০ লাখ টাকার বন্ড কেনার আবেদন জানান। আবেদনের পরিমাণ দাঁড়ায় ৫৫ কোটি ৭১ লাখ ৫৫ হাজার টাকা, যা মোট চাহিদার মাত্র ৭ দশমিক ৪২৯ শতাংশ। এক্ষেত্রে ঘাটতি দাঁড়ায় ৬৯৪ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার টাকার।
৩ হাজার কোটি টাকার বেক্সিমকোর গ্রিন সুকুকটির মধ্যে ৭৫০ কোটি টাকা বিদ্যমান শেয়ারধারীদের কাছ থেকে এবং ১ হাজার ৫০০ কোটি টাকা শেয়ারহোল্ডার বাদে অন্যান্য বিনিয়োগকারীর কাছ থেকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সংগ্রহ করা হবে। অবশিষ্ট ৭৫০ কোটি টাকা আইপিও ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা হবে।