চট্টগ্রাম: নগরীর বিভিন্ন বেসরকারি স্কুল কলেজ শিক্ষার্থীদের বেতন পরিশোধের জন্য চাপ সৃষ্টি করছে যা সম্পূর্ণ অনৈতিক বলে মত প্রকাশ করেছেন জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, নগরীর কতিপয় বেসরকারি স্কুল কলেজের পরিচালনা পরিষদ শিক্ষার্থীদের বেতন পরিশোধের জন্য অভিভাবকদের উপর চাপ সৃষ্টি করছে যা সম্পূর্ণরূপে নিষ্ঠুরতার সামিল। অভিভাবকদের মোবাইলে ফোন করে এবং মেসেজ পাঠিয়ে বিভিন্ন হুমকি প্রদান করছে যা একেবারেই অযৌক্তিক। তিনি বলেন শিক্ষা মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়ে এ খাতে সর্বোচ্চ সংখ্যক বাজেট বরাদ্ধ দিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সরকারের নানা রকম উদ্যোগের পরও সরকারী নির্দেশনা অম্যান্য করে বছরের শুরুতেই বিভিন্ন বেসরকারী স্কুল কলেজে ভর্তি, পুনঃভর্তির নামে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের অর্থ আদায় করে। এছাড়া নামে বেনামে বিভিন্ন উপলক্ষের নামে টাকা আদায় করার ফলে এসব প্রতিষ্ঠানে টাকার পাহাড় গড়ে উঠেছে। অথচ বর্তমান পরিস্থিতিতে ঐসব খ্যাতনামা প্রতিষ্ঠানেও নানা অজুহাতে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করা হচ্ছে না। তিনি এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের নিজস্ব তহবিল থেকে বেতন ভাতা পরিশোধ করার উদাত্ত আহবান জানান।