Home Second Lead পেটের ভিতর ১৬ লাখ টাকার সোনা

পেটের ভিতর ১৬ লাখ টাকার সোনা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

বেনাপোল ( যশোর): ভারতগামী একযাত্রীর পেট থেকে উদ্ধার হলো ২৩২ গ্রাম স্বর্ণের বার।  এই যাত্রীর নাম তানভীর রহমান (২৩)। বাড়ি ঢাকার দোহারে। রবিবার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক শায়েখ আরেফীন জাহেদী জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ঐ স্বর্ণ উদ্ধার হয়েছে। ওই যাত্রী ইমিগ্রেশনে  প্রবেশ করলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে স্বর্ণের কথা অস্বীকার করলে তাকে পরীক্ষা নিরীক্ষার পরে তিনি পেটের মধ্যে স্বর্ণের কথা স্বীকার করেন।  পরে তার পেট থেকে বেলুনের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ২ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ লাখ  ২৪ হাজার টাকা।  স্বর্ণগুলো সরকারি ট্রেজারিতে জমা  দেয়া হয়েছে বলে তিনি জানান।