Home আন্তর্জাতিক বেলুচিস্তানে ভয়াবহ ভূমিকম্প

বেলুচিস্তানে ভয়াবহ ভূমিকম্প

বেলুচিস্তানে ভূকম্পন। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

বৃহস্পতিবার সাত সকালে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত এবং দু’শতাধিক আহত হয়েছে।

রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। ভূতাত্ত্বিক কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল বেলুচিস্তানের হারনাইয়ে ২০ কিলোমিটার গভীরে।

সিনিয়র প্রাদেশিক কর্মকর্তা সোহাইল আনোয়ার বলেন, চালা ও দেয়াল ধসে পড়লে চাপা পড়ে অনেকে মারা যান। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বেলুচিস্তানের কোয়েটা, সিবি, হারনাই, পিশিন, কিলা সাইফুলদ্দিন, চামন, জিয়ারাত, ঝবসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প আঘাত হেনেছে।