সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে ভ্যাকসিন কেনার আগাম ব্যবস্থা করেছে ভারত। সংখ্যাটা কম করে ১৬০ কোটি। কিন্তু ভারতের মোট জনসংখ্যার মাত্র ৫৯ শতাংশ মানুষ টিকা পেতে পারবেন। আমেরিকার ডিউক ইউনিভার্সিটির একটি সমীক্ষা এমনটাই বলছে।
তারা দাবি করছে, এখানেই ধনী দেশ ও গরিব দেশের ভ্যাকসিন কেনার মধ্য়ে একটা বড় তফাত থেকে যাচ্ছে।
ডিউকের ওই সমীক্ষা থেকে যে ফলাফল উঠে এসেছে তার বক্তব্য হল, ধনী দেশগুলি এমন ভাবে ভ্যাকসিন কিনেছে, যাতে তাদের দেশের প্রায় সমস্ত মানুষ একাধিক বার সেই টিকা পেতে পারে। কিন্তু গরিব দেশগুলির পক্ষে সেটা সম্ভব হয়নি।
তথ্য বলছে, কোভিডের ভ্যাকসিন একবার নিশ্চিত ভাবে বাজারে চলে এলে, তার বেশিরভাগটাই চলে যাবে ধনী দেশগুলিতে। অন্য দেশগুলি অতটা গুরুত্ব পাবে না। এই কথা কয়েক দিন আগে বলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। তারা সতর্ক করেছিল, এমনটা যাতে না হয় তা আমাদের দেখতে হবে।
এই মুহূর্তে যে সব দেশ আগাম ভ্যাকসিনের ডোজের ব্যবস্থা করে রেখেছে, তাদের মধ্যে ভারত রয়েছে শীর্ষে। তার ১৬০ কোটির অর্ডারের পরেই আছে ইউরোপিয়ান ইউনিয়ন, যারা ৬টা পৃথক সংস্থার থেকে ১৩৬ কোটি টিকা কিনবে বলে অর্ডার দিয়েছে। এর পরেই আছে আমেরিকা, যাদের আগাম অর্ডার করা টিকার সংখ্যা ১১০ কোটি। এর পরেই আছে কানাডা ও ইংল্যান্ড।
কিন্তু যদি জনসংখ্যার নিরিখে বিচার করা হয়, তাহলে দেখা যাচ্ছে কানাডা তার প্রয়োজনীয় টিকার তুলনায় ৫ গুণ বেশি অর্ডার করেছে। আমেরিকা ও ইংল্যান্ডও যে টিকা কিনছে, তাতে তাদের জনসংখ্যার চারশো শতাংশেরও বেশি কভার করবে। অর্থাৎ প্রয়োজনের তুলনায় চার গুণ। অস্ট্রেলিয়া ও ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে এটি আড়াই গুণের বেশি।
অথচ ভারতের ক্ষেত্রে টিকা পাবে তার মোট জনসংখ্যার ৫৯ শতাংশ, মেক্সিকোয় ৮৪ শতাংশ, ব্রাজিলে ৪৬ শতাংশ এবং কাজাখাস্তানে মাত্র ১৫ শতাংশ। এই তালিকায় সবচেয়ে নীচে আছে ফিলিপিনস, যেখানে মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ মানুষ টিকা পাবেন।
বিজনেসটুডে২৪ ডেস্ক