বিজেনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: ব্যাংক ঋণ বিতরণের ক্ষেত্রে অধিকতর শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নীতিমালা অনুযায়ী, এখন থেকে ঋণ আবেদনকারী প্রতিষ্ঠানের দাখিল করা আর্থিক প্রতিবেদন ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেমের (ডিভিএস) মাধ্যমে যাচাই-বাছাই করতে হবে। সিস্টেমটি তৈরি করেছে ‘দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ-আইসিএবি’।
কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি (বিআরপিডি) বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে মঙ্গলবার (৬ জুলাই)।
নির্দেশনায় বলা হয়েছে, ঋণ প্রাপ্তির লক্ষ্যে ঋণ আবেদনকারী প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত আর্থিক প্রতিবেদনটি অনুমোদিত নিরীক্ষা ফার্ম কর্তৃক নিরীক্ষিত ও স্বাক্ষরিত কিনা, তা ব্যাংক কর্তৃক যাচাই করা হয়। নিরীক্ষিত ওই আর্থিক প্রতিবেদনগুলো স্টেকহোল্ডার কর্তৃক অনলাইনের মাধ্যমে সহজে যাচাই করার জন্য দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি) একটি নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে। যার নাম ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস)। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ব্যাংক কর্তৃক যাচাইকালে আইসিএবি কর্তৃক ডেভলপকৃত ওই ডিভিএস ব্যবহার করার সুযোগ রয়েছে।
আরও বলা হয়, ব্যাংকিং খাতে অধিকতর ঋণ শৃঙ্খলা এবং খেলাপি ঋণ হ্রাসকল্পে এই মর্মে নির্দেশনা প্রদান করা যাচ্ছে যে, ঋণগ্রহীতা কর্তৃক দাখিলকৃত আর্থিক প্রতিবেদন ব্যাংক কর্তৃক যাচাইকালে প্রতিবেদনের তথ্যাবলি আইসিএবি কর্তৃক ডেভেলপকৃত ডিভিএস—এ প্রদত্ত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত হতে হবে। এ লক্ষ্যে তফসিলি ব্যাংকসমূহ ডিভিএস ব্যবহার করার নিমিত্ত স্বীয় উদ্যোগে আইসিএবি’র সঙ্গে যোগাযোগ স্থাপনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।