বিজনেসটুডে২৪ ডেস্ক
করোনাভাইরাসে এবার আক্রান্ত খোদ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন । এ কথা নিজেই জানিয়েছেন দেশের মানুষকে।
এই প্রথম কোনও দেশের প্রধানমন্ত্রী এই ভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে ব্রিটিশ রাজ পরিবারের যুবরাজ প্রিন্স চার্লসের শরীরে এই সংক্রমণ ধরা পড়েছে।
দেশবাসীকে তিনি জানিয়েছেন, তাঁর শরীরে উপসর্গ দেখা দিতে শুরু করে। এরপরই টেস্ট করান । রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত বাড়িতেই সেল্ফ আইসোলেশনে রয়েছেন তিনি।
এর আগে একাধিক হলিউড তারকা থেকে শুরু করে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী এবং ব্রিটেনের যুবরাজ চার্লস পর্যন্ত করোনা দ্বারা আক্রান্ত হয়েছেন।
ব্রিটেনেও তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী । তিনি সোমবার লন্ডনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণ দেওয়ার সময় একথা ঘোষণা করেন।