Home শেয়ারবাজার ব্র্যাক ব্যাংকের ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

ব্র্যাক ব্যাংকের ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারপ্রতি আয় কমেছে, সম্পদ মূল্য বেড়েছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ব্র্যাক ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২০ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।

ব্র্যক ব্যাংক সূত্রে জানানো হয়েছে, ২০২০ হিসাব বছরে কোম্পানিটির কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৭৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির কনসোলিডেটেড শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৬ টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৩০ টাকা ৬১ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৭ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ মে।