বিজনেসটুডে২৪ প্রতিনিধি
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভারতের পক্ষ থেকে দুটি বাস উপহার দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাবির সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে বাস দুটির চাবি হস্তান্তর করেছেন ভারতীয় হাইকমিশন সঞ্জিব ভাটি।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবির উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, রাজশাহীস্থ ভারতীয় সহকারি হাই কমিশনার সঞ্জিব ভাটি, ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দ্বোরাই স্বামী।
এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। দু’দেশের সুসম্পর্কের কথা উল্লেখ করে শিক্ষা সংস্কৃতির উন্নয়ন ও বিকাশে কাজ করে যাবার ঘোষণা দেন দুই দেশের কর্তা ব্যক্তিরা।
বিজয়ের মাসে বিশ্ববিদ্যালয়কে দুটি বাস উপহার দেওয়ায় ভারতীয় সরকার ও দেশটির জনগণকে ধন্যবাদ জানান উপাচার্য।
পরে, রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব ভাটি বাসটির দুটির চাবি উপাচার্যের হাতে হস্তান্তর করেন। এরপর তারা বাসটি ঘুরে দেখেন।
চলতি বছরে বিশ্ববিদ্যালয়ের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন চারটি বাস ক্রয় করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভারতের হাইকমিশন থেকে প্রাপ্ত নতুন দুইটি বাসসহ রাবির মোট বাসের সংখ্যা দাঁড়াল ৩৫টি।