৩ লাখ ১৪ হাজার আক্রান্ত একদিনে
বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারতে করোনার সুনামি। অতীতের সব রেকর্ড ভেঙে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা এবার ৩ লাখের গণ্ডি পার করল। রীতিমতো ভয়াবহ পরিস্থিতি ।
ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন। দৈনিক আক্রান্তের নিরিখে যা এখনও সর্বোচ্চ। মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়িয়েছে। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ১০৪ জন। একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৮৪১ জন।
ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৮৮০। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৫৭ জনের। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২২ লাখ ৯১ হাজার ৪২৮ জনের।
আগামী ১ মে থেকে ১৮ বছর ঊর্ধ্ব সকলকে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল কত টাকা হতে চলেছে করোনা টিকার দাম? শেষমেশ টিকার দাম নির্ধারিত করল সেরাম ইনস্টিটিউট। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারগুলিকে কোভিশিল্ড দেওয়া হবে ৪০০ টাকায় এবং বেসরকারি হাসপাতালে এই টিকা পাওয়া যাবে ৬০০ টাকায়। কেন্দ্রকে ১৫০ টাকা প্রতি ডোজ মূল্যে কোভিশিল্ড Vaccine সরবরাহ জারি রাখবে সেরাম।