Home গাড়িবাজার ভারতে গাড়ি বিক্রি: শীর্ষে মারুতি সুজুকি সুইফট

ভারতে গাড়ি বিক্রি: শীর্ষে মারুতি সুজুকি সুইফট

 

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

দিল্লি: ২০২০ সালের সেপ্টেম্বর মাসে গাড়ি বিক্রির তথ্য বেরিয়েছে.। জানা গিয়েছে কোন কোন গাড়ি বিক্রিতে শীর্ষে রয়েছে। এক্ষেত্রে শীর্ষে থাকা তালিকায় প্রাধান্য পেয়েছে বিভিন্ন মডেলের মারুতি গাড়ি। যা ইঙ্গিত দিচ্ছে বাজার ভালো করে দখল করে রেখেছে গাড়ি উৎপাদনকারী এই সংস্থাটি ।

একেবারে শীর্ষে মারুতি সুজুকি সুইফট (Maruti Suzuki Swift), এই গাড়ি বিক্রি হয়েছে সেপ্টেম্বর মাসে ২২,৬৪৩টি যা গতবছরের সেপ্টেম্বরের তুলনায় ৭৫ শতাংশ বেশি, তখন হয়েছিল১২৯৩৪টি।

মারুতি সুজুকি বলেনো (Maruti Suzuki Baleno) বিক্রি হয়েছে সেপ্টেম্বর মাসে ১৯,৪৩৩টি যা গত বছরের সেপ্টেম্বর মাসের তুলনায়৭৫ শতাংশ বেশি। গত বছর হয়েছিল ১১,৪২০টি।

এর পরের স্থানে রয়েছে মারুতি সুজুকি অল্টো (Maruti Suzuki Alto), যা বিক্রি হয়েছে গত সেপ্টেম্বর মাসে ১৮,২৪৬টি। গতবছরের সেপ্টেম্বর মাসের তুলনায় এর বিক্রি বেড়েছে ২১ শতাংশ।

এর পরের স্থানে রয়েছে মারুতি সুজুকি ওয়াগন আর (Maruti Suzuki wagon R)। যদিও আগস্ট মাসের তুলনায় এই গাড়ি বিক্রিতে একটি স্থান নেমে এসেছে। তবে বিক্রি হয়েছে ১৭,৫৪১টি যা গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ৫০ শতাংশ বেশি।

মারুতি সুজুকি ডিজায়ার (Maruti Suzuki Dezire) এর পরেই রয়েছে যার বিক্রির পরিমাণ ১৩৯৮৮টি। তবে ২০১৯ সালের সেপ্টেম্বরের তুলনায় ১১ শতাংশ বিক্রি কমেছে কারণ তখন বিক্রি হয়েছিল ১৫,৬৬২টি।

হুন্ডাই ক্রেটা( Hyundai creta) গাড়িটি রয়েছে বিক্রি তালিকায় ষষ্ঠ স্থানে। সেপ্টেম্বর মাসে বিক্রি হয়েছে এই গাড়ি ১২৩২৫টি যেখানে ২০১৯ সালের সেপ্টেম্বরে বিক্রির অংক ছিল ৬৬৪১টি অর্থাৎ ৮২ শতাংশ বিক্রি বেড়েছে।

মারুতি সুজুকি ইকো (Maruti Suzuki Eeco) ১১,২০০টি বিক্রি হয়ে রয়েছে সপ্তম স্থানে। গত সেপ্টেম্বর মাসের তুলনায় ১৩ শতাংশ বিক্রি বৃদ্ধি পেয়েছে।

নবম স্থানে রয়েছে মারুতি সুজুকি আর্টিগা (Maruti Suzuki Ertiga), যার বিক্রির পরিমাণ ৯৯৮২টি যা গত বছরের তুলনায় ৫৯ শতাংশ বৃদ্ধি হয়েছে।