বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারত অভ্যন্তরীণ বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ১৮ অক্টোবর থেকে ১০০ শতাংশ যাত্রী নিয়ে বিমান চলাচল করতে পারবে।
২০২০’র ২৫ মার্চ ভারতে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুমাস বন্ধ থাকার পর ৫০ শতাংশ যাত্রী নিয়ে বিমান উড়ছিল, করোনার দ্বিতীয় আভিঘাতে তা আবার বন্ধ হয়। করোনা সংক্রমণ কমার পর ৮৫ শতাংশ যাত্রী তোলার অনুমতি পেয়েছিল বিমান সংস্থাগুলি।
আগামী ১৮ অক্টোবর থেকে ১০০ শতাংশ যাত্রীই নিয়ে চলাচল করতে পারবে। তবে, দুই ঘণ্টার কম সময়ের উড়ানে খাবার বিক্রি করা যাবে না।