ব্রাজিল: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার ভারতীয় সংস্করণ কোভিশিল্ড পেতে মুখিয়ে ছিল ব্রাজিল। এমনকি দ্রুত টিকা পাঠাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে অনুরোধও জানান ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ৮ জানুয়ারি বলসোনারোর পাঠানো সেই চিঠি নিয়ে প্রতিবেদন করে বার্তা সংস্থা রয়টার্স।
এরপর গত শুক্রবার ভারতের পুনে শহরের সেরাম ইনস্টিটিউট থেকে ২০ লাখ ডোজ টিকা নিতে একটি প্লেন পাঠানোর কথা জানায় ব্রাজিল সরকার। একবার যাত্রা বিরতিতে ১৫ ঘণ্টা উড়াল দিয়ে মুম্বাইয়ে পৌঁছানোর কথা ছিল প্লেনটির। এক ফোনালাপে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে টিকা আর্নেস্তো আরাউজোকে এই মুহূর্তে টিকা দিতে অপারগতার কথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে।
ব্রাজিল সরাসরি সেরাম থেকে করোনার টিকা কিনবে। ইতিমধ্যে তারা দামও মিটিয়ে দিয়েছে। কিন্তু দ্রুত টিকা পেতে ভারতকে তাগাদা দিয়ে আসছিল ব্রাজিল।
কূটনৈতিক সূত্রে জানা যায়, ব্রাজিলকে টিকা দিতে সম্মত আছে ভারত জানান জয়শঙ্কর। তবে ব্রাজিলে ২০ বা ২১ জানুয়ারিতে শুরু হতে যাওয়া টিকাদান কর্মসূচির জন্য এ মুহূর্তে ডোজ পাঠানো সম্ভব হচ্ছে না।
ফলে ফ্লাইটটির গন্তব্য এখন আমাজন অঞ্চল বলে জানিয়েছে রিও টাইমস। করোনা সংক্রমণের চাপে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়া অঞ্চলটিতে অক্সিজেন সরবরাহ পাঠানো হবে পণ্যবাহী প্লেনটি করে।
এর আগে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে ভারতের টিকাদান কর্মসূচি নিয়ে ব্যস্ততা চলছে, তার প্রস্তুতি চলছে, এখনো সব জায়গায় পুরো ডোজ পৌঁছায়নি। সুতরাং এই মুহূর্তে অন্য দেশের অনুরোধ মানা সম্ভব হবে না।’
করোনায় মৃতের তালিকায় বিশ্বজুড়ে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। এখন পর্যন্ত ২ লাখ ৯ হাজারের বেশি মানুষ মারা গেছে লাতিন আমেরিকার দেশটিতে। মোট শনাক্ত হয়েছে সাড়ে ৮৪ লাখ।
-বিজনেসটুডে২৪ ডেস্ক