নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেনের মধ্যে যিনিই প্রেসিডেন্ট হোন না কেন, ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে তার প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলে বুধবার বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা মন্তব্য করেছেন।
তিনি বলেন, ভারত-আমেরিকার কৌশলগত সম্পর্ক খুব গভীর। সরকার পরিবর্তনে এই সম্পর্ক প্রভাবিত হবে না।
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারত-মার্কিন সম্পর্ক দৃঢ় হয়েছে। পাকিস্তান ও চিন ইস্যুতে ট্রাম্পের কঠোর মনোভাব ভারতকে স্বস্তি দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত সম্পর্ক বারবার নজর কেড়েছে। হাউডি মোদি ও নমস্তে ট্রাম্পের মতো অনুষ্ঠানে দুই নেতাকে একসঙ্গে দেখা গিয়েছে।
আমেরিকার ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে ট্রাম্প সমর্থকের সংখ্যা বেড়েছে বলে বিভিন্ন সমীক্ষায় ইঙ্গিত মিলেছে। যদিও প্রেসিডেন্ট নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূতদের বড় অংশ অন্যান্য বারের মতো এবারেও ডেমোক্রাট পার্টিকে সমর্থন করেছেন বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে ভারত-মার্কিন সম্পর্কে তার প্রভাব পড়তে পারে বলে কূটনৈতিক মহলের। ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখেও পাকিস্তান ইস্যুতে নমনীয় অবস্থান নেওয়ার সম্ভাবনা রয়েছে বাইডেনের। চিনের সঙ্গেও তিনি বোঝাপড়ায় আসার চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় ভারতের ওপর চাপ বাড়বে। যদিও ভারতীয় বিদেশমন্ত্রক তেমন আশঙ্কা করছে বলে শ্রিংলার মন্তব্যে স্পষ্ট।-বিজনেসটুডে২৪ ডেস্ক