বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: পঞ্চম ধাপে দুই হাজার ২৬০ জন রোহিঙ্গা নিয়ে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে নৌবাহিনীর ছয়টি জাহাজ।
বুধবার (৩ মার্চ) সকালে তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয় জাহাজগুলো।
সকাল ১০টায় রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর দুটি জাহাজ ভাসানচরের উদ্দেশে ছেড়ে গেছে। বাকি ৪টি জাহাজে রোহিঙ্গাদের তোলা হচ্ছে। ১১টা থেকে ১২টার মধ্যে এই জাহাজগুলোও ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। কক্সবাজারের টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পঞ্চম ধাপে রোহিঙ্গাদের ভাসানচর নিয়ে যাওয়া হচ্ছে।
এইব্যাপারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন দপ্তর সূত্রে জানিয়েছে, টেকনাফ উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে যারা স্বেচ্ছায় ভাসানচরে যেতে আগ্রহী তাদের নাম তালিকাভুক্ত করে সরকারি ব্যবস্থাপনায় তাদের ভাসানচরে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর আগে ৪ দফায় প্রায় ১০ হাজারেরও বেশি রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচর গেছেন। এবার পঞ্চম দফায় আজ স্বেচ্ছায় ভাসানচর যাচ্ছেন ২২৬০ রোহিঙ্গা।
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা শুরু হলে অন্তত ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়। এর আগেও বিভিন্ন সময়ে আরও কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান নিয়েছিলো। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে ১১ লাখ।