Home Third Lead তাইওয়ানে ভূমিকম্পে তাসের ঘরের মতো ভাঙল বাড়ি

তাইওয়ানে ভূমিকম্পে তাসের ঘরের মতো ভাঙল বাড়ি

বিজনেসটুডে২৪ ডেস্ক

তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্প। চোখের নিমেষে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বহুতল। জারি হয়েছে সুনামি সতর্কতা। রবিবার দক্ষিণ পূর্ব তাইওয়ানের ছিসাং শহর কেঁপে ওঠে ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২। পরে তা কমে দাঁড়ায় ৬.৯। ভূমিপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীর ছিল কম্পনের উৎসস্থল। কম্পনে মাত্রা অস্বাভাবিক বেশি থাকায় দক্ষিণ চিন সাগরের এই দ্বীপরাষ্ট্রে জারি হয়েছে সুনামি সতর্কতা। বিজ্ঞানীদের দাবি, সমুদ্র তীরের ৩০০ কিলোমিটার পর্যন্ত দেখা যেতে পারে তীব্র জলোচ্ছ্বাস। সমুদ্রের জল ফুঁসে উঠে ভাসিয়ে নিয়ে যেতে পারে সবকিছু। ইতিমধ্যেই সৈকত সংলগ্ন এলাকাগুলি খালি করার কাজ শুরু করে দিয়েছে তাইওয়ান সরকার।

তবে তাইওয়ানের পাশাপাশি এই ভূমিকম্পের জেরে আতঙ্ক রয়েছে জাপানও। বিজ্ঞানীদের দাবি, ভূমিকম্পের জেরে দক্ষিণ চিন সাগরে সুনামি দেখা দিলে তার রেশ গিয়ে পড়বে জাপানেও। সেই কারণে সেখানেও সুনামি সতর্কতা জারি করেছে প্রশাসন। জীবনহানি এড়াতে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপৎকালীন অবস্থায় মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে সেনা-সহ বিপর্যয় মোকাবিলার সমস্ত বাহিনীকে।

রবিবার হঠাৎই তাইওয়ানের দক্ষিণ-পূর্ব দিকের ছিসাং শহর কেঁপে ওঠায় আতঙ্কে বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কিছু বুঝে ওঠার আগেই সেখানে চোখের নিমেষে তাসের ঘরে মতো ভেঙে গেলে আস্ত একটি বহুতল। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন অনেকে। পরে ঘটনাস্থলে এসে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাইওয়ান সরকারের তরফে জানানো হয়েছে, অন্তত চার জনকে ওই ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার করা হয়। তাঁরা প্রত্যেকেই গুরুতর আহত ছিলেন। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধ্বংসস্তূপের তলার আর যাঁরা আটকে রয়েছেন, তাঁদের বাঁচার আশা কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে রবিবারের ভূমিকম্পে তাইওয়ানে ক্ষতি হয়েছে রেলেরও। তাইপে জানিয়েছে, ভূমিকম্পের জেরে একটি ট্রেন বেলাইন হয়ে যায়। এর পরই সারা দিনের মতো ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ভূমিকম্পে কোথায় কতটা ক্ষতি হয়েছে, তা জানতে একটি কমিটি গঠম করেছে তাইওয়ান সরকারি। সেখানকার এক সরকারি আধিকারিক জানিয়েছেন, এলাকা ঘুরে ঘুরে ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে। প্রাথমিকভাবে পাওয়া রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের জেরে বেশ কয়েকটি স্কুল বাড়িতে চিড় দেখা দিয়েছে। পরে আবার সুনামি শুরু হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সেকথা মাথায় রেখা সেনা বাহিনীকেও প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট সাই ইং ওয়েন।