Home সারাদেশ নাটোরে আখের ভেজাল গুড়

নাটোরে আখের ভেজাল গুড়

ভেজাল গুড়ের কারখানা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি
নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভেজাল গুড় জব্দ ও জরিমানা করা হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলারপাঁকা ইউনিয়নের ছোট চিথলিয়া গ্রামে ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিক মোনায়েম হোসেনের ৪৩ মণ ভেজাল গুড় জব্দ করে নষ্ট করা হয় এবং ভেজাল গুড় তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা ও পরবর্তীতে এই ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক আব্দুল লতিফ, বাগাতিপাড়া মডেল থানা এসআই আতোয়ার রহমান প্রমুখ।