মহিউদ্দিন ভোলা, ভোলা থেকে: বোরহানউদ্দিন উপজেলার ৭ ইউনিয়ন ও তজুমউদ্দিন উপজেলার ১টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।
ভোলা জেলা প্রশাসনের নিবাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান এর সঞ্চালনায় ভোলা জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক রাজিব আহমেদ এর সভাপতিত্বে শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌফিক-ই-লাহী চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, নবনির্বাচিত চেয়ারম্যানদের তৃণমূলের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। প্রতিটি ইউনিয়নের সন্ত্রাসী কর্মকাণ্ড, বাল্য বিবাহ বন্ধে দৃঢ় ভূমিকা রাখতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে সকল ধরনের সহায়তা আপনাদের করা হবে,আমরা ও আপনাদের সহযোগিতা চাই।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যানদের আব্দুল মোমেন টুল, বোরহানউদ্দিন উপজেলা নিবাহী কর্মকর্তা সাইফুর রহমান।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুলের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।
উল্লেখ্য যে গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে তজুমউদ্দিন উপজেলার ২নং সোনাপুর ইউনিয়ন থেকে মেহেদী হাসান মিশু, বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন থেকে আলাউদ্দিন সরদার, বড় মানিকা ইউনিয়ন থেকে জসিমউদ্দিন হায়দার, টগবী ইউনিয়ন থেকে জসিমউদ্দিন হাওলাদার, হাসান নগর ইউনিয়ন থেকে আবেদ চৌধুরী, কাচিয়া ইউনিয়ন থেকে আবদুর রব কাজী,কুতবা ইউনিয়ন থেকে নাজমুল আহসান জোবায়েদ এবং দেউলা ইউনিয়ন থেকে আসাদুজ্জামান বাবুল চেয়ারম্যান পদে বিজয় লাভ করেছেন।