জেনারেল হাসপাতালে ভর্তি ১৯ করোনা রোগী
মহিউদ্দিন ভোলা, ভোলা থেকে: ২৪ ঘন্টায় ১০৭ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এদের মধ্য ভোলা সদর উপজেলার ১১ জন, বোরহানউদ্দিনের ৩ জন ,দৌলতখানের ১ জন, লালমোহনের ৫জন ও চরফ্যাশন উপজেলার ৫ জন রয়েছে।
এ নিয়ে ভোলা জেলায় আক্রান্তের সংখ্যা মোট ৬ হাজার ৯৬০ জন।মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৭৮ জন।
শুক্রবার রাতে ভোলা সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা যায়, ভোলা থেকে এ পর্যন্ত ৩৪হাজার ৯১১ জনের নমুনা সংগ্রহ করে রেপিড এন্টিজেন কিটস এবং পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আইসোলেশন ইউনিটে নতুন করে আরো ৩ জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ১৯ জন ভর্তি রয়েছে।
ভোলায় করোনা আক্রান্ত ৬ হাজার ৯৬০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৭৮ জন। মোট সুস্থতার হার ৯৭.৪।
ভোলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৭৩ জন, দৌলতখান ৫ জন ,বোরহানউদ্দিন ২জন, লালমোহন ৫জন, চরফ্যাশন ৫ জন ও মনপুরা উপজেলায় এক জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে ভোলার বাইরে আরো ৯০ জনের মৃত্যু হয়েছে।