বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: করদাতাদের উদ্বুদ্ধ করতে নগরের বিভিন্ন হোটেল, শপিংমল, বিউটি পার্লার, পোশাকের দোকান, জিমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বসানো হয়েছে ৫শ’টিরও বেশি ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন।
বুধবার (২৩ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মোতাবেক গত ৫ জুন ভ্যাট দাতাদের মধ্য থেকে প্রকাশিত ফলাফলে চট্টগ্রামের আরও ২ জন বিজয়ীর মাঝে ১০ হাজার টাকা পুরস্কার বিতরণ করা হয়।
গত মাসের শেষের দিকে ২৫ টাকার সমুচা কিনে দেড় টাকা ভ্যাট দেন চট্টগ্রাম কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্র মোহাম্মদ আল মারুফ। অপরদিকে নগরের হালিশহর এলাকার একটি ক্যাফেটেরিয়া থেকে ৭৭৫ টাকার লাঞ্চ কিনেন মোহাম্মদ আজহারুল আনোয়ার। তারা দুজনেই ভ্যাট দিয়ে জিতেছেন ১০ হাজার টাকা পুরস্কার।
এর আগে, গত ১৪ জুন একই ফলাফলে চট্টগ্রামের আরও ১৬ জন বিজয়ীর মাঝে ১০ হাজার টাকার চেক পুরস্কার হিসেবে বিতরণ করা হয়েছিল।
চলতি বছরের ১০ মার্চ ইএফডি মেশিনে ভ্যাট প্রদান করে ১০ হাজার টাকা করে পুরস্কার জিতেছেন মোহাম্মদ নাছির উদ্দিন ও মোহাম্মদ শাহজাহান নামের চট্টগ্রামের দুই ব্যবসায়ী।
চট্টগ্রামের ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, ‘ইএফডি মেশিনের সাহায্যে নগরবাসী সহজেই পণ্যের উপর নির্ধারিত ভ্যাটের টাকা পরিশোধ করতে পারছেন। মানুষকে ভ্যাট প্রদানে উৎসাহিত করতে প্রতি মাসের ৫ তারিখে ফলাফল ঘোষণা করে দেয়া হচ্ছে পুরস্কার। এতে একদিকে সরকারি কোষাগারে টাকা বাড়ছে। অন্যদিকে মানুষ ভ্যাট দিতে আরও বেশি উৎসাহিত হচ্ছ। পুরস্কার পেতে হলে সবাইকে ইএফডি মেশিনে লেনদেন করে ভ্যাট চালানটি সংরক্ষণ করে প্রতি মাসের ৫ তারিখে প্রকাশিত লটারি ড্রয়ের দিকে নজর রাখতে হবে।’