ব্রিটেন: ব্রিটেনের এমএইচআরএ’র বিজ্ঞানি দল এবং ওষুধ সংক্রান্ত স্বাধীন কমিশনের সমন্বিত পর্যবেক্ষণের পর মডার্নার তৈরি করোনা ভাইরাসের টিকা অনুমোদন দিয়েছে ব্রিটেন। মডার্নার টিকা ব্রিটেনে অনুমোদন পাওয়া দ্বিতীয় এমআরএনএ ভিত্তিক টিকা
শুক্রবার (৮ জানুয়ারি) করোনার তৃতীয় টিকা হিসেবে মডার্নার তৈরি ভ্যাকসিন অনুমোদন দেয়া হয়।
ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, মডার্নার টিকা ব্রিটিশ মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এটি সুরক্ষা, মান ও কার্যকারিতার বিচারে নির্ভরযোগ্য।
গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, ব্রিটেন এরই মধ্যে মডার্নার টিকার ৭০ লাখ ডোজ নেওয়ার চাহিদা দিয়েছে। ব্রিটেনের আগে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এই টিকা অনুমোদন দিয়েছে। এই টিকা ফাইজার/বায়োএনটেকের টিকার মতো একই প্রযুক্তিতে তৈরি। এর কার্যকারিতা ৯৪ শতাংশ।সর্বোচ্চ কার্যকরিতা নিশ্চিতে এটিরও দুই ডোজ প্রদান করতে হয়।
এর আগে ব্রিটেন ডিসেম্বর মাসে ফাইজার/বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন করা হয়েছিল।
এ নিয়ে এমএইচআরএ’র প্রধান নির্বাহী ড. জুন রাইন বলেন, আজকের এই অনুমোদন স্বাস্থ্যখাত ও মানুষের জন্য উৎসাহজনক বার্তা নিয়ে এসেছে। করোনার তৃতীয় ভ্যাকসিন অনুমোদন দেওয়ার মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যের দিকে এগিয়ে গেলাম। আমি এই সংস্থার প্রধান হিসেবে গর্বিত।
এমএইচআরএ পর্যবেক্ষণে সব করোনা ভ্যাকসিনই রয়েছে জানিয়ে ড. জুন রাইন বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে বৈশ্বিক যুদ্ধে জয় পেতে এবং মানুষের জীবন বাঁচাতে আমরা এগিয়ে যাচ্ছি। আমি আবারো বলতে চাই, আমাদের প্রথম লক্ষ্যই হচ্ছে মানুষকে সুরক্ষিত করা।
-বিজনেসটুডে২৪ ডেস্ক