Home চট্টগ্রাম চট্টগ্রাম সিটির ১০০ দিনের কর্মসূচি শুরু

চট্টগ্রাম সিটির ১০০ দিনের কর্মসূচি শুরু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রামঃ নগরীর চান্দগাঁও থেকে শুরু হলো সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী’র দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনের জরুরি জনগুরুত্বপূর্ণ কর্মসূচি।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে নগরীর নতুন চান্দগাঁও থানার সম্মুখ চত্বরে মশক নিধন, পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অভিযান শুরু করেন তিনি।

মেয়র বলেন, সবার সহযোগিতা ও মতামতকে গুরুত্ব দিয়ে এখন থেকে কর্পোরেশনের সব জনকল্যাণমূলক কাজ করবো। তবে এসব কাজে নগরবাসী সহায়তা করলে শহরকে সহজেই একটি মডেল সিটিতে রূপান্তর সম্ভব হবে। সিটির এসব অভিযানে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসারও অনুরোধ জানাই।

অভিযানে উপস্থিত ছিলেন ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসরারুল হক এসরার এবং সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা ও কর্মচারিরা।