বিজনেসটুডে২৪ ডেস্ক:
বুধবার আটলান্টিক মহাসাগরে ফ্লোরিডা উপকূলে মহাকাশচারীরা নিরাপদে অবতরণ করেন। ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতা এবং বুচ। তাঁদের আনার জন্য পৌঁছে গিয়েছিল মার্কিন নৌ সেনা বাহিনীর বোট।

এর পরে মডিউল-সহ সুনীতাদের জাহাজের কাছে নিয়ে আসে নৌ বাহিনী। মহাকাশচারীদের হাইড্রোলিক পদ্ধতিতে তোলা হয় জাহাজে। সেখানে ড্রাগন ক্যাপসুলের দরজা খোলার পরে প্রথমে বেরিয়ে আসেন নিক হগ। তার প্রায় ৫ মিনিট পরে বাংলাদেশ সময় ভোর ৪টে ৫২ নাগাদ হাসি মুখে বেরিয়ে আসেন সুনীতা উইলিয়ামস।
পৃথিবীতে ফিরে আসলেও নিজেদের পরিবারের সঙ্গে আপাতত দেখা করতে পারবেন না মহাকাশচারীরা। তাঁদের রাখা হবে ক্রু কোয়ার্টারে। সেখানেই বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা। এরপর সুনীতা ও বুচের সঙ্গে দেখা করার সম্মতি মিলবে।

মহাকাশচারীদের অবতরণের পরে নাসার পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় । নাসার উপ সহযোগী প্রশাসক জোয়েল মনটালবানো ও কার্যক্রম সমন্বয় ব্যবস্থাপক বিল স্পিচ বলেন, ‘‘নাসার গর্বের সঙ্গীরা নিরাপদ ভাবে অবতরণ করেছেন। ৯ মাসে ৯০০ ঘণ্টারও বেশি সময় ধরে ১৫০টি বিষয়ের গবেষণা করা হয়েছে।’’

৫ জুন সুনীতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছিল বোয়িং স্টারলাইনার। আট দিনের সফরে গিয়েছিলেন তাঁরা। কিন্তু মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে সেখানেই আটকে পড়েন সুনীতারা। তার পর থেকে একাধিক বার তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা হয়েছে। কিন্তু বার বার তা পিছিয়ে গিয়েছে। আট দিনের সফর দীর্ঘায়িত হয়েছে ন’মাসে। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর মাস্ককে সুনীতাদের বিষয়টি দেখার অনুরোধ করেছিলেন। তার পর মহাকাশে স্পেসএক্সের যান পাঠানোর তোড়জোড় শুরু হয়।

শনিবার ভোরে কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। তাতে ছিলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। তাঁদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফিরে এলেন সুনীতারা।
২৮৬ দিন পর পৃথিবীতে ফিরে মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করছেন সুনীতা উইলিয়ামস-সহ চার নভোচর। তাঁদের এ বার ঢিলেঢালা, আরামদায়ক পোশাক পরতে দেওয়া হবে। অ্যাস্ট্রোনটদের নিয়ে যাওয়া হয়েছে নাসার রিহ্যাব সেন্টারে। সেখানে ৪৫ দিন চিকিৎসকদের মনিটরিংয়ে থাকতে হবে তাঁদের।
What a sight! The parachutes on @SpaceX's Dragon spacecraft have deployed; #Crew9 will shortly splash down off the coast of Florida near Tallahassee. pic.twitter.com/UcQBVR7q03
— NASA (@NASA) March 18, 2025