Home শিক্ষা মহাদেবপুরে ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়’ স্থাপনের দাবি

মহাদেবপুরে ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়’ স্থাপনের দাবি

‘জমি অধিগ্রহণে খরচ হবে না’

মহাদেবপুর (নওগাঁ) মো. সোহেল রানা : নওগাঁয় ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়’ প্রয়াত জননেতা আব্দুল জলিলের স্মৃতি বিজড়িত নওহাটা এলাকায় স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণসমাবেশ করেছে স্থানীয়রা।

শুক্রবার বেলা ১১ টায় মহাদেবপুর উপজেলার চৌমাসিয়া মোড়ে (নওহাটা) সচেতন শিক্ষক-শিক্ষার্থী ও নওগাঁবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এতে বলিহার কলেজের সাবেক অধ্যক্ষ আবু নাসেরের সভাপতিত্বে ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্রসহ বিভিন্ন শ্রেণী-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য দিঘলী বিল ও ছাতড়া বিল মন্ত্রনালয়ের একটি দল পরিদর্শন করেছে। দিঘলী বিলে হলে জেলা শহরের ওপর চাপ পড়বে। আর সীমান্তবর্তী ছাতড়া বিলে স্থাপন করলে আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন শিক্ষক-শিক্ষার্থী। নওহাটা নওগাঁ-রাজশাহী মহাসড়কে জেলার মধ্যবর্তী। এখানে সরকারি খাসসহ ১১ শ’ ৫০ বিঘা জমি রয়েছে; অধিগ্রহণে অর্থ খরচ করতে হবে না বলেও দাবি করেন তারা।

উল্লেখ্য, মন্ত্রিসভার বৈঠকে গত ২৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়-নওগাঁ আইন, ২০২২ এর খসড়া নীতিগত অনুমোদন পায়।