বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কক্সবাজার: জেলার মহেশখালীতে অভিযান চালিয়ে ৬ লাখ ২২ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৯ কোটি টাকা।
রবিবার (২৮ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে পৌরসভার সিকদার পাড়া এলাকার জকরিয়ার ছেলে সালাহ উদ্দিনের প্রাইভেট কার থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি আব্দুল হাই।
পুলিশ জানান, রবিবার দিবাগত রাত ২টার দিকে পৌরসভার মেয়রের কার্যালয়ের পাশে গুলাগুলির খবর পেলে ওসি আব্দুল হাইয়ের নেতৃত্বে ঘটনাস্থলে যায় মহেশখালী থানা পুলিশ। গোলাগুলির এক পর্যায়ে সালাহ উদ্দিনের গ্যারেজে আগুন লাগে। ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে গাড়ীর পিছন থেকে অক্ষত অবস্থায় ৪ লাখ ২ হাজার ইয়াবা ও আংশিক পুড়ানো অবস্থায় ২ লাখ ২০ হাজার ইয়াবাসহ মোট ৬ লাখ ২২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভায়। তবে গ্যারেজে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, কক্সবাজারের ইতিহাসে দ্বিতীয় এবং মহেশখালীর ইতিহাসে সর্ববৃহৎ ইয়াবা চালান উদ্ধার এটি। ইয়াবার উৎস ও কারবারের সাথে কে বা কারা জড়িত আছে তা বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে থানার ওসি জনিয়েছেন।