Home Second Lead মাঝ আকাশে হারিয়ে গেল ইন্দোনেশিয়ার বিমানটি!

মাঝ আকাশে হারিয়ে গেল ইন্দোনেশিয়ার বিমানটি!

বিজনেসটুডে২৪ ডেস্ক

আকাশে ওড়ার মাত্র চার মিনিটের মধ্যেই হারিয়ে যাওয়া  ইন্দোনেশিয়ার  বিমানটির কী পরিণতি হয়েছে, নিশ্চিত করে এখনও জানা যায়নি। আশঙ্কা করা হচ্ছে বিমানটি ভেঙে পড়েছে।

নিখোঁজ বিমানটির খোঁজে তল্লাশি চলানোর সময় এদিন সন্ধ্যায় ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে বলে দাবি করা হয়েছে। তবে, সেটি নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।


শনিবার দুপুরে জাকার্তার সোকরানো-হাত্তা বিমানবন্দর থেকে পোনতিয়ানাকের উদ্দেশে রওনা দেয় শ্রীবিজয়ার এই বিমানটি। কিন্তু, উড়ানের মাত্র চার মিনিটের মধ্যে এয়ার ট্রাফিকের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার বাংলাদেশ সময় বেলা সোয়া একটার দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ হারিয়ে যায়। শ্রীবিজয়া এয়ারলাইনের এসজে ১৮২ নম্বর যাত্রিবাহী ওই বিমানটি ওড়ে। ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট FlightRadar24 জানিয়েছে, উড়ানের পর সোজা ১০ হাজার ৯০০ ফুট উপরে উঠে যায় বিমানটি। কিন্তু, মাত্র ১ মিনিটের মধ্যে সেখান থেকে ১০ হাজার ফুট উচ্চতায় সেটি নেমে আসে। কন্ট্রোল রুমের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার সময় বিমানটি এই উচ্চাতাতেই ছিল।

জানা গিয়েছে, ২৬ বছরের পুরনো, বোয়িং ৭৩৭-৫০০ সিরিজের এই বিমানটিতে ৬ শিশু-সহ মোট ৬২ জন ছিলেন। যাত্রী তালিকায় একটি সদ্যোজাত শিশুও ছিল। যদিও ১৩০ জন যাত্রী বহন করার ক্ষমতা ছিল শ্রীবিজয়ার এই বিমানটির। প্লেনটি চালায় বোয়িং ৭৩৭-৫০০ ‘ক্ল্যাসিক’ নামে এক সংস্থা। তার রেজিস্ট্রেশন নাম্বার পিকে-সিএলসি (এমএসএন ২৭৩২৩)। ১৯৯৪ সালের মে মাসে বিমানটি উড়েছিল প্রথম বার।

নিখোঁজ বিমানটির খোঁজে তল্লাশি চলছে। তবে, সরকারি ভাবে এখনও ওই বিমান সংস্থা কিছু জানায়নি। বিমানটিকে খোঁজার মরিয়া চেষ্টা চলছে, এটুকুই শুধু বলা হয়েছে। সমস্ত তথ্য সংগ্রহের পরেই বিমান সংস্থা বিবৃতি দেবে। ইন্দোনেশিয়া সরকার ইতিমধ্যে বিমানটিকে খুঁজে বের করার প্রচেষ্টা শুরু করেছে। পরিবহণ মন্ত্রণালয়ের মুখপাত্র আদিত্য ইরাবতী বলেন, তন্নতন্ন করে বিমানটি খোঁজা হচ্ছে।

জাতীয় সুরক্ষা কমিটি ও সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি যৌথ ভাবে তল্লাশি চালাচ্ছে।ইরাবতী জানিয়েছেন, জাতীয় উদ্ধারকারী সংস্থা এবং জাতীয় পরিবহণ নিরাপত্তা বিভাগ বিমান ও যাত্রীদের উদ্ধারের কাজে নেমেছে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, শনিবার দুপুরে জাকার্তার উত্তরে হাজার দ্বীপপুঞ্জের কাছে মৎস্যজীবীরা সমুদ্রে ধাতব কিছু জিনিস ভাসতে দেখেছেন।

এদিকে, নিখোঁজ যাত্রীদের পরিজনরা কান্নায় ভেঙে পড়েছেন। পন্টিয়ানাক বিমানবন্দরে অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয়জনদের দেখার জন্য।