মো: আবুল হাসেম, মাটিরাঙ্গা থেকে: এলজিইডির বিভিন্ন প্রকল্পের সুফল পাচ্ছে সাধারণ মানুষ মন্তব্য করে এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মাদ মহসিন বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বর্তমান সরকার।
শুক্রবার ১৫জুন বিকাল ৫টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা পৌরসভা ও উপজেলা পরিষদের যৌথ উদ্যােগে স্থানীয় জন প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন। তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে মাটিরাঙ্গা উপজেলার ইউনিয়ন পর্যায়ে ঝুঁকিপূর্ণ সকল রাস্তা মেরামত করা হবে। এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী সাজ্জাদ মাহমুদ খাঁন কে জরুরিভাবে স্কিম পাঠাতে নির্দেশ দেন।
মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম।
সভায় মাটিরাঙ্গা পৌরসভার সচিব পারভিন আক্তার এর সঞ্চালনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, মো:এনামুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির চট্রগ্রামের তত্তবধায়ক প্রকৌশলী মো: তফাজ্জল হোসেন, প্রকল্প পরিচালক মো: নুর নবী, প্রকল্প পরিচালক শেখ মোহাম্মদ নুরুল ইসলাম, খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এছাড়াও মাটিরাঙ্গা উপজেলা এলজিইডি প্রকৌশলী মো:সাজ্জাদ মাহমুদ খাঁন, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রহমত উল্লাহ, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পেয়ার আহমেদ মজুমদার, গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তফাজ্জল হোসেন, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।