Home কলকাতা মাথায় ঝুড়ি বেঁধে দুইপাতা এককুঁড়ি তুললেন মমতা ব্যানার্জি

মাথায় ঝুড়ি বেঁধে দুইপাতা এককুঁড়ি তুললেন মমতা ব্যানার্জি

চা কন্যার সাজে মমতা বন্দোপাধ্যায়। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

পাহাড়ি কেটির সাজে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর নেপালি সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে মহিলাদের পোশাক পরে, মাথায় ঝুড়ি বেঁধে চা-বাগানে পাতা তুলতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বুধবারই ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়েতে অংশ নিতে কার্শিয়াং যান সম্প্রতি মুখ্যমন্ত্রী।  তিনি পৌঁছে যান মকাইবাড়ি চা-বাগানে। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন স্থানীয় চা বাগানের যুবতী ও মহিলারা। পাহাড়ের সংস্কৃতির পোশাকে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান তাঁরা।

এরপর মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে নিজেই সেই সংস্কৃতির পোশাক চান। সেই পোশাক পরে পাহাড়ের ঢাল বেয়ে চলে যান চা-বাগানে। বাগানের চা-শ্রমিকদের সঙ্গে  মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পাতা তুলতে শুরু করেন। বরাবরই পাহাড় মুখ্যমন্ত্রী পছন্দের একটি জায়গা। পাহাড়ে গেলে সেখানকার অপরূপ সৌন্দর্যের উপভোগ করতে ভোলেন না তিনি। এর আগে উত্তরবঙ্গ সফরে তাঁকে মোমো বানাতে দেখা গিয়েছিল ৷ আবার কখনও চা বানাতেও দেখা গিয়েছিল তাঁকে। চা বানানোর পর পাহাড়বাসীর সঙ্গে তাঁকে ‘চা য়ে পে চর্চা’তেও দেখা গিয়েছিল তাঁকে ৷ পাহাড়ের মানুষের সঙ্গে সাবলীলভাবে মিশে যান তিনি। আর এবার চা শ্রমিকদের সঙ্গে চা পাতা তুলে ফের একবার মন কাড়লেন পাহাড়বাসীর।

সূত্র: ইটিভি বাংলা